ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ৫ জেলেকে পিটিয়ে ট্রলার ছিনতাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
সুন্দরবনে ৫ জেলেকে পিটিয়ে ট্রলার ছিনতাই

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা সংলগ্ন সুন্দরবনের দরজার খাল এলাকায় পাঁচ জেলেকে পিটিয়ে নদীতে ফেলে জাল, মাছসহ ট্রলার ছিনতাই করে নিয়ে গেছেন দস্যুরা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পাথরঘাটা ও সুন্দরবনের মধ্যবর্তী দরজারখাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে ট্রলার মালিক মো. জাকির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

আহত জেলেদের বরাত দিয়ে তিনি বলেন, সুন্দরবনের চান্দেশ্বর এলাকা থেকে দরজারখাল এলাকায় মাছ ধরতে যাওয়ার পথে রাত ৩টার দিকে একটি ট্রলারে হামলা করেন ১০ থেকে ১৫ জনের দস্যু দল। এ সময় তারা ট্রলারে থাকা জেলে মো. রুবেল (৩২), মো. বাচ্চু মুন্সী (৩৫), মো. কালু মিয়া (২৮), মো. বাবুল (৩০) ও আ. ছালামকে (৪৮) আগ্নেয়াস্ত্র দিয়ে পিটিয়ে ট্রলার থেকে নদীতে ফেলে মাছ, জাল, বিভিন্ন সামগ্রীসহ ট্রলার ছিনতাই করে নিয়ে যান। পরে জেলেরা সাঁতার কেটে চান্দেশ্বর বনবিভাগের ক্যাম্পে যান।

চান্দেশ্বর ক্যাম্পের বন কর্মকর্তা মো. খোরশেদ বাংলানিউজকে বলেন, জেলেদের থেকে জানা যায়, তাদের আগ্নেয়াস্ত্র দিয়ে পিটিয়ে নদীতে ফেলে ট্রলার লুট করে নিয়ে গেছেন দস্যুরা।

কোস্টগার্ড সুন্দরবনের কচিখালী ক্যাম্পের পেটি অফিসার মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, সুন্দরবনের দরজারখালসহ বিভিন্ন খালে অভিযান চালানো হয়েছে, এখন পর্যন্ত ট্রলার উদ্ধার বা দস্যুদের আটক করা সম্ভব হয়নি। তবে আমাদের অভিযান অব্যাহত।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।