ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে মাদকসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
শ্রীনগরে মাদকসহ ২ যুবক আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ছয় বোতল হুইস্কি ও চার বোতল ভোদকাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীনগর কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব বিষয়টি জানায়।

আটকরা হলেন- শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধী গ্রামের নুরুজ্জামান লিটনের ছেলে মেহেদী হাসান (২২) ও শ্রীনগর কলেজ পাড়ার শেখ আমির হোসেনের ছেলে বাবু শেখ জীবন (১৯)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, বুধবার রাতে শ্রীনগর কলেজ গেট এলাকার রায়হান থাই অ্যালমুনিয়াম অ্যান্ড গ্লাস সেন্টারের সামনে অভিযান চালায় র‌্যাব। এসময় ছয় বোতল হুইস্কি এবং চার বোতল ভোদকা মদসহ মেহেদী হাসান ও বাবু শেখ জীবনকে আটক করা হয়। উদ্ধারকৃত হুইস্কি ও ভোদকার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। তাদের বিরুদ্ধ শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।