ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে নারী পোশাক কর্মীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
নারায়ণগঞ্জে নারী পোশাক কর্মীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় লাবন্য (১৮) নামে এক নারী পোশাক কারখানার কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

লাবন্য ওই এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি মতলবের দক্ষিণ লদুয়া এলাকার মৃত নিজাম উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।
 
লাবন্যর বোন জাকিয়া বাংলানিউজকে জানান, বুধবার (২৪ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ফোন করে লাবন্য তাকে জানায়, আমি বেশি দিন বাচঁবো না। পরে বাড়িওয়ালা নাজমা দুপুরে ১২টার দিকে অনেক ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে টিনের দরজার ফাঁকা দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।  

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। তদন্ত প্রতিবেদন দেখে বিস্তারিত জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসআরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।