ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে মরদেহের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে মরদেহের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে মরদেহের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি, আটক ৩

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির কবর খুঁড়ে আঙ্গুল, চোখসহ কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রিপনের (২৫) বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ জনতা।

স্থানীয়রা জানায়, শহরের হঠাতপাড়া গ্রামের বাসিন্দা বারেক মিয়া (১০৫) শনিবার (২০ জানুয়ারি) বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে তাকে মুন্সিপাড়া গোরস্থানে দাফন করা হয়।

পরিবারের লোকজন ওই বৃদ্ধের মরদেহ কয়েকদিন পাহারা দেয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে ওই বৃদ্ধের প্রতিবেশী রিপন কবর খুঁড়ে মরদেহের আঙ্গুল, কলিজা, চোখ, কাফনের কাপড়, মাথার চুল চুরি করে নিয়ে আসে। এরপর ওই বৃদ্ধের পরিবারের লোকজন সন্দেহবশত রিপনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি লোকজনের ওপর চড়াও হয়। এসময় বিক্ষুদ্ধ জনতা রিপনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপন, তার মা লিলি বেগম ও নানী আমেনা বেগমকে আটক করে।  

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কফিল উদ্দীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।