ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
রাজবাড়ীতে ফেনসিডিলসহ আটক ২

রাজবাড়ী: রাজবাড়ীতে প্রকাশ্যে ফেনসিডিল কেনা-বেচার সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা সদরের বসন্তপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফেনসিডিল বিক্রেতা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের জিতেন্দ্রনাথ অধিকারীর ছেলে প্রভাত অধিকারী ওরফে বাঘা (৩৬) ও ক্রেতা ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের শিশির সাহার ছেলে পিন্টু সাহা (৪৫)।

স্থানীয় সমাজসেবক সাজেদুল বিশ্বাস সাজ্জাদ বাংলানিউজকে বলেন, দুপুরে বসন্তপুর বাজারে প্রকাশ্যে ফেনসিডিল কেনা-বেচা দুই বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিই। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবুল কালাম ভূইয়া বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।