ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু প্রতীকী

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোতালেব হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গিয়াস উদ্দিন (৩৩) নামে তার এক বন্ধু আহত হন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার যশোর-নড়াইল সড়কের চাড়াভিটায় এ দুর্ঘটনা ঘটে। মোতালেব নড়াইল সদরের বুড়িখালি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বাংলানিউজকে জানান, দুপুরে বন্ধু গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নড়াইলের উদ্দেশ্য যাচ্ছিলেন মোতালেব। পথে চাড়াভিটায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে দুইজনই গুরুতর আহত হন।  

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা মোতালেবকে মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসাধীন গিয়াস উদ্দিনের অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।