ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গবিসাসের সভাপতি বাংলানিউজের রিফাত মেহেদী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
গবিসাসের সভাপতি বাংলানিউজের রিফাত মেহেদী

ঢাকা: গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রিফাত মেহেদী ও সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মুন্নি আক্তার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কনফারেন্স হলে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু।

এ সময় উপস্থিত ছিলেন জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা ও গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ প্রমুখ।

কার্যনির্বাহী পরিষদে যারা রয়েছেন- সহ-সভাপতি বিধান মূখার্জী, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান সাগর, অর্থ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান, দফতর ও প্রচার সম্পাদক রনি খাঁ। কার্যকরী সদস্যরা হলেন- তুষার, তামান্না, আফতাব ও মুহাইমিনুল ইসলাম।

নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্যবিদায়ী সভাপতি এস এম আহাম্মেদ মনি ও সাধারণ সম্পাদক তাজবিদুল ইসলাম সিহাব।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।