ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা ঝালকাঠির ম্যাপ। ছবি- সংগৃহীত

ঝালকাঠি: ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এতে আওয়ামীলীগ সমর্থিত পূর্ণ প্যানেল জয়লাভ করে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আইনজীবী সমিতি মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ্যাড. মাহাবুবার রহমান তালুকদার। একই দিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে চলে ভোট গ্রহণ।

ফলাফল অনুযায়ী সভাপতি পদে বিজয়ী হয়েছেন এ্যাড. মো. আব্দুল মান্নান রসুল এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. এ এম বদরুল মিল্লাত খোকন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ্যাড. মো. আব্দুল আলীম।  

নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার মিত্র, এ্যাড. মো. তরিকুল ইসলাম খোকন, এ্যাড. মো. বনি আমিন বাকলাই, সদস্য ভিজিল্যান্স এ্যাড. মুন্সি আবুল কালাম আজাদ, সদস্য ভর্তি উপ-পরিষদ এ্যাড. এ বি এম ফয়েজুর রহমান, সদস্য লাইব্রেরি উপ-পরিষদ এ্যাড. মো. জাকারিয়া রহমান জিহাদ ও নির্বাহী সদস্য এ্যাড. বিভূতিভূষণ রায়।

বাংলা‌দেশ সময় : ০২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।