ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেড় লাখের বেশি নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
‘বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেড় লাখের বেশি নয়’ সংবাদ সম্মেলনে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা’ সংগঠনের সংগঠকরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধার সংখ্যা কোনো অবস্থাতেই দেড় লাখের বেশি নয় বলে দাবি করেছে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা’ নামে একটি সংগঠন।

একইসঙ্গে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের সাংবিধানিকভাবে স্বীকৃতি ও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অপসারণের দাবি জানান।
 
শুক্রবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।

এছাড়া সংবাদ সম্মেলনে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা’ নামে নতুন একটি সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আবীর আহাদকে আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা এখানে আজ শেখ হাসিনা সরকারের বিপক্ষে দাঁড়াইনি, আমরা সরকার পতনের আন্দোলনেও দাঁড়াইনি। আমরা আজ এখানে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথ প্রশস্ত করতে দাঁড়িয়েছি।
 
বক্তারা আরও বলেন, এই পথ প্রশস্ত করতে হলে একাত্তরের রণাঙ্গনের প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে হবে। মহান মুক্তিযুদ্ধে এসব মুক্তিযোদ্ধারা বীরত্বপূর্ণ অবদান রাখলেও জাতীয় সংবিধানে সেই অবদানের কোনো স্বীকৃতি নেই। অপরদিকে ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে আমাদের মান-মর্যাদা আজ ধুলায় লুণ্ঠিত।
 
‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সক্রিয় মুক্তিযোদ্ধার সংখ্যা কোনো অবস্থাতেই দেড় লাখের বেশি নয়। ’
 
সব শেষে বক্তারা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ২০১৭ সালের মুক্তিযোদ্ধা তালিকা এবং বিএনপি-জামায়াত জোট সরকারের গেজেট সম্পূর্ণ বাতিল করে বঙ্গবন্ধুর সংজ্ঞার আলোকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতের দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসআইজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।