ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে পড়ে গৃহবধূর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে পড়ে হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।  হেলেনা বরিশাল সদর উপজেলার মনিরুল ইসলাম মন্টুর স্ত্রী।

ঘটনার সময় তার স্বামী সঙ্গেই ছিলেন।

স্বামী মনিরুল ইসলামের বরাত দিয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমান চক্রবর্তী বাংলানিউজকে জানান, ধানমন্ডির ৬ নম্বর রোডের মাথায় স্বামী-স্ত্রী দু’জনেই হেঁটে যাচ্ছিলেন। পথে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে কয়েকজন ছিনতাইকারী হেলেনা বেগমের কাছে থাকা ভ্যানিটি ব্যাগটি টান মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  

এসময় পড়ে গিয়ে ওই প্রাইভেটকারের চাকার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় গৃহবধূ। দ্রুত তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।