ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
বংশালে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশাল ইংলিশ রোডে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার পরনে লাল রংয়ের গেঞ্জি ও থ্রি-কোয়াটার প্যান ছিলো।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকার চিত্রামহল সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক আবদুর রশিদ বাংলানিউজকে জানান, ওই রোড যাওয়ার সময় তার সিএনপির সঙ্গে ধাক্কা লেগে আই লেনের উপর পরে আঘাত পায় শিশুটি।

তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটির নামপরিচয় জানান চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।