ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে সোনার বারসহ চোরাকারবারী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
পাঁচবিবিতে সোনার বারসহ চোরাকারবারী আটক  পাঁচবিবিতে সোনার বারসহ চোরাকারবারী আটক 

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে দুই কেজি (দুটি বার) সোনার বারসহ নূর আলম নূরা (৪০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কয়া সীমান্তের চেঁচরা এলাকার ২৮৩ মেইন পিলার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নূর আলম পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চেঁচরা এলাকার ২৮৩ মেইন পিলার এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি (দুটি বার) সোনার বারসহ নূর আলমকে আটক করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।