ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় ফেরি চালু হয়। এর আগে ভোর ৫টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, ভোরে হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করলে পদ্মার দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে ওঠে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এসময় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়। এছাড়া পরিবহন লোড করে কাঁঠালবাড়ী ঘাটে অপেক্ষায় ছিল তিনটি ফেরি। চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজট দেখা দেয়। পরে ফেরি চালু হওয়ার পর ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। কমতে শুরু করেছে যানজট।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।