ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
জাতীয় স্মৃতিসৌধে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শ্রদ্ধা

ঢাকা: জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছেন বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার (২৮ জানুয়ারি) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান জোকো উইদোদো।

এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে দুই দেশের রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ ও উইদোদোর দু’টি বড় ছবি স্থাপন করা হয়।

কড়া নিরাপত্তার মধ্যে মোটর শোভাযাত্রা নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছুলে জোকো উইদোদোকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি দেন। এসময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার দেয়।  জাতীয় স্মৃতিসৌধে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শ্রদ্ধা

জোকো উইদোদো কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এসময় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। বিউগলে বেজে ওঠে করুন সুর।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।