ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সায়দাবাদে বাসের ধাক্কায় হেলপারের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
সায়দাবাদে বাসের ধাক্কায় হেলপারের মৃত্যু

ঢাকা: রাজধানীর সায়দাবাদে বাসের ধাক্কায় কাইয়ুম আহমেদ (২৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে সায়দাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কাইয়ুমের সহকর্মী আইজউদ্দিন বাংলানিউজকে জানান, সকালে সায়দাবাদে গাড়ি থামিয়ে দরজার সামনে দাড়িয়ে ছিলো কাইয়ুম।

এ সময় 
পাশ দিয়ে যাওয়া অন্য একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয় কাইয়ুম। আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।