ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিছানাকান্দিতে পাথর কোয়ারি ধসে আহত ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বিছানাকান্দিতে পাথর কোয়ারি ধসে আহত ৮ বিছানাকান্দিতে সরকারি ভূমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। ছবি- বাংলানিউজ

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দিতে পাথর কোয়ারি ধসে আটজন শ্রমিক আহত হয়েছেন। 

রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিছানাকান্দি সীমান্তের সরকারি খাস ভূমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকালে কোয়ারি ধসে আটজন শ্রমিক আহত হন।

 আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তারা।  

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল বাংলানিউজকে জানান, কোয়ারি ধসে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

দেশের অভ্যন্তরে শেষ সৌন্দর্য কেবল জলধারার দক্ষিণ প্রান্তঘেঁষা জেলা প্রশাসনের মালিকানাধীন ৫৩ একর ভূমি।  গত ক’দিন ধরে সরকারি ওই খাস জমি দখল করে পাথর উত্তোলন করছে সর্বদলীয় ‘পাথরখেকো’রা। এক্সাভেটর দিয়ে দিন-রাত পাথর উত্তোলনের ঘটনাটি জানার পরও পদক্ষেপ নেয়নি প্রশাসন। এ নিয়ে শনিবার (২৭ জানুয়ারি) বাংলানিউজে প্রতিবেদন প্রকাশিত হয়।  

** বিছানাকান্দিতে সরকারি জমি গ্রাস করে পাথর উত্তোলন!

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।