ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্বপ্ন ছিল পদ্মাসেতুতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখবো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
স্বপ্ন ছিল পদ্মাসেতুতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখবো ছবি-বাংলানিউজ

মুন্সীগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বপ্ন দেখেছিলাম শেখ হাসিনার সঙ্গে একদিন এই পদ্মাসেতুর উপর দিয়ে ট্রেনে অথবা সড়ক পথে গাড়িতে যেতে যেতে পূর্ণিমার চাঁদ দেখবো।

এ স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। প্রথম স্প্যান বসেছে কুয়াশা ভেজা হেমন্তের এক সকালে।

নেত্রীর তখন ওয়াশিংটনে একটি মাইনর অপারেশন হয়েছিল, সেই শুভক্ষণে আমরা সবচেয়ে বেশি মিস করেছি তাকে। যার দূরন্ত সাহসে নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু।

শুভ খবর হচ্ছে, পদ্মাসেতুর দ্বিতীয় স্প্যানও বসে গেছে। এ সেতুর কাজ শেখ হাসিনার আমলেই শেষ হবে। এতে আর কোনো অন্তরায় নেই।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি নেত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, প্রথম স্প্যান বসবে এই শুভক্ষণে আপনি নেই। একটি দিন পিছিয়ে দেই, তিনি বলেছিলেন, আমার জন্য পদ্মাসেতুর কাজ এক মিনিটও বন্ধ থাকবে না।

মন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের মাওয়ায় ৬ লেনের রাস্তা যাচ্ছে, ভাঙ্গা পর্যন্ত সেনাবাহিনী কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশের একমাত্র এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের উপর দিয়ে হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।