ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ওপর হামলা সহ্য করা হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
পুলিশের ওপর হামলা সহ্য করা হবে না নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: পুলিশের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গতকালও (মঙ্গলবার, ৩০ জানুয়ারি) একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।

এরকম জঘন্য ঘটনা আমরা দেখিনি। এ ধরনের জঘন্য ঘটনা আমরা কোনো দিন সহ্য করবো না।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালায় দলটির নেতাকর্মীরা। এসময় আটক দুইজনকে ছিনিয়েও নেয় তারা।

নতুন আইজিপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-মাদক, জঙ্গিবাদ নির্মূল হবে, সেটাই আমরা চাইছি। দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, সেটাই আমরা চাই।

এ সময় বিভিন্ন ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আইজিপি জাবেদ পাটোয়ারীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।