ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ধনবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমবাগান মোড়ে ট্রাকচাপায় আল-আমিন (২২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ধনবাড়ী-নান্দিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আল-আমিন উপজেলার ধোপাখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, বিকেলে আমবাগান মোড়ে ভ্যান নিয়ে দাঁড়িয়েছিলেন আল-আমিন। এসময় মাটি ভর্তি একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আল-আমিন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।