ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী আহত সাগর

ঢাকা: বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এর আগের রাতেই ছিনতাইকারীর ছুরিকাখাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক পরীক্ষার্থী।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া এলাকার কবির রোডে।

পরীক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম সাগর (১৬)।

সে যাত্রাবাড়ীর শনির আখড়ায় অবস্থিত বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কমার্স বিভাগের ছাত্র। সে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর দনিয়া কবির সরদার রোড এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।  

আহত সাগর বাংলানিউজে জানান, আগামীকাল এসএসসি পরীক্ষার কারণে এক আত্মীয়ের বাসা থেকে দোয়া নিয়ে নিজ বাসায় ফেরার পথে কবির রোডের বাহাদুর মেম্বারের বাড়ির সামনে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তার পেটে ছুরিকাঘাত করে তারা। মোবাইল ফোনটি নিতে না পারলেও পকেটে থাকা ১ হাজার ৫০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সাগর নিজেই অভিযোগ করছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সে আহত হয়েছে। বিস্তারিত জানান চেষ্টা চলছে। বর্তমানে সাগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।