ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আসছেন ৯ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আসছেন ৯ ফেব্রুয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন

ঢাকা: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দুই দিনের সফরে ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকায় আসছেন। প্রায় এক দশক পর প্রথম ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এ সফরে আসছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বরিস জনসন তার সফরে বাংলাদেশ-ব্রিটেন দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

সূত্র জানায়, বরিস জনসন তার সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এসময় তিনি শেখ হাসিনাকে আগামী এপ্রিলে ব্রিটেনে অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানাবেন।

এর আগে, ২০০৮ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকায় এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।