ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেন দুর্ঘটনায় চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ট্রেন দুর্ঘটনায় চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ঈশ্বরদী (পাবনা): পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় একটি মালবাহী ট্রেনের চালক বসির আহম্মেদকে ৪৮) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক, বিভাগীয় টেলিকম কর্মকর্তা আবু হেনা মোস্তফা আলম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ হাসানুজ্জামান।     

এদিকে সংঘর্ষে দু'টি ট্রেনের চালক (লোকো মাস্টার) আশিকুর রহমান (৫০) বশির আহম্মেদ (৪৮) আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পাকশি বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আসাদুল হক বাংলানিউজকে জানান,  লুপ লাইনে দুর্ঘটনা ঘটায় মেইন লাইনে ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটবে না। তবে নির্ধারিত সময়  থেকে যাত্রীবাহী ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব ঘটবে।

পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী বাংলানিউজকে জানান, মিটার গেজের রেললাইনে সঠিক একটি মালবাহী ট্রেন ২৯টি বগি নিয়ে যাচ্ছিলেন। সিগন্যাল অমান্য করে সিরাজগঞ্জ বাজার থেকে আসা ইন্ডিয়া অভিমুখী মালবাহী ট্রেনটি মুখোমুখি ধাক্কা লাগে। এতে দুটি ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে ট্রেনসহ রেললাইনের ব্যাপক ক্ষতি হয়।

তিনি জানান, রেললাইন ইঞ্জিন ও বগিসহ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

খবর পেয়ে ঈশ্বরদী লোকোসেড একটি রিলিফ ট্রেনসহ উদ্ধারকর্মীরা  প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ভাঙ্গুড়া রেলস্টেশন এসে পৌঁছায়।

পাকশি বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকলদার জানান,  ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচলে কোন বিঘ্ন নেই। তবে দুর্ঘটনা ঘটায় কিছুটা বিলম্বে ট্রেন চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এএটি

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

পাবনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।