ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকা: রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আলামিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম ৫ নং সেক্টরে রোড ১/২ এলাকায় এ খুনের ঘটনাটি ঘটে। নিহত আলামিন বিকাশের একজন বিক্রয়কর্মী বলে জানা গেছে।

খুন হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান ।

তিনি জানান, সকালে আলামিন উত্তরা পশ্চিম ৫ নং সেক্টরে রোড ১/২ এলাকায় কাজে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। এতে আলামিন গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় পথচারীরা  তাকে উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত যুবকের কাছে কত টাকা ছিলো বা কত টাকা খোয়া গেছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।