ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাণীনগরে প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
রাণীনগরে প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে জখম

নওগাঁ: নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে হারুনুর রশিদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০১ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলা হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে দুপুরে হারুনুর রশিদের ওপর ৫/৬ জন দুর্বৃত্ত হামলা চালায়।

এসময় হামলাকারীরা হারুনুর রশিদকে কুপিয়ে ও তার মটরসাইকেলও ভাংচুর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।