ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধি আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ডেমরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধি আহত

ঢাকা: রাজধানীর ডেমরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিকাশ এজেন্টের বিক্রয় প্রতিনিধি মাহাবুবুর রহমান (২৯) নামে এক যুবক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মাহাবুবুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

মাহাবুবু রহমান ডেমরার সারুলিয়ায় অবস্থিত বিকাশের এজেন্ট ওয়ানজা ডিস্ট্রিবিউশনের বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত।

ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, মাহাবুব প্রতিদিনের মতো টাকা সংগ্রহে বের হন। পরে বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে ডেমরার গলাকাটা ব্রিজ নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী মাহাবুবের পথরোধ করে। এসময় মাহাবুব দৌড়ে পালাতে গেলে ছিনতাইকারীরা তার দুই হাতে ও বুকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকার ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  

পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে মাহাবুবের সহকর্মীরা সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

আহত মাহাবুবের ব্যাগে ঠিক কতো টাকা ছিলো তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।

ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।