ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
শায়েস্তাগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১ শায়েস্তাগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি পাইপ গান ও ছয় রাউন্ড গুলিসহ মাসুক মিয়া (৩১) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে বিষয়টি জানান।

বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শায়েস্তাগঞ্জের হাসপাতাল রোডে অভিযান চালায় র‌্যাব।

এ সময় অস্ত্র ও গুলিসহ মাসুক মিয়াকে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, আটককৃত মাসুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।