ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘নো-পার্কিং’ লেখা স্থানে চলছে অহরহ পার্কিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
‘নো-পার্কিং’ লেখা স্থানে চলছে অহরহ পার্কিং সড়কের ওপর পার্কিং করে রাখা হয়েছে প্রাইভেট কার -ছবি-বাংলানিউজ

ঢাকা:  ‘এখানে এত বড় করে লেখা আছে নো পার্কিং, কিন্তু কারো চোখেই পড়ে না। প্রতিদিনই এখানে সড়কের অর্ধেক জুড়ে গাড়ি পার্কিং করা হয়। এতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে।’ বাংলানিউজকে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবুল কালাম। 

তার কথার সত্যতা মিললো বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ আবদুল গনি সড়কে। এই সড়কের অর্ধেক জুড়ে সারি সারি গাড়ি পার্কিং করা অবস্থায় দেখা গেলো।

এতে এই এলাকায় প্রায়ই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ।

সড়কের ওপর পার্কিং করে রাখা হয়েছে গাড়ি -ছবি-বাংলানিউজএই সড়ক ধরে একটু সামনে এগোলেই সরকারি যানবাহন মেরামত কারখানা। সেখানে ফুটপাতের পাশে ইংরেজিতে লেখা আছে ‘নো পার্কিং’। কিন্তু দেখা গেলো ঠিক পার্কিং লেখার নিচেই রাখা আছে প্রাইভেট কারসহ দ্বিতল বাস!

পার্কিং করা গাড়িগুলোর সামনের দিকে ট্রাফিক পুলিশ কনস্টেবল গৌতম ডিউটি পালন করছেন। তিনি বাংলানিউজকে বলেন, নো-পার্কিং লেখা জায়গায় গাড়ি পার্কিং করে। প্রতিদিন মামলা করা হয়। কিন্তু আবারও পার্কিং করে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮ 
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।