ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নাশকতার অভিযোগে বিএনপির ৫ নেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
বগুড়ায় নাশকতার অভিযোগে বিএনপির ৫ নেতা আটক প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে ভোর পর্যন্ত জেলার নন্দীগ্রাম, সারিয়াকান্দি ও শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুবদলের সভাপতি আলেকজান্ডার, সারিয়াকান্দি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
 
 বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এমবিএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।