ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, শনিবার শপথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, শনিবার শপথ

ঢাকা: আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে প্রধান বিচারপতি হিসেবে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

 

বিকেলে নতুন প্রধান বিচারপতি নিয়োগের গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।  

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, ‘বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। আগামীকাল (শনিবার) সন্ধ্যা ৭টায় শপথ অনুষ্ঠিত হবে। ’

আরও পড়ুন>>
** 
প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকবেন।  

বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের পর লন্ডন ইউনিভার্সিটিতে দু’টি কোর্স সম্পন্ন করা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৯ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকা অবস্থায় ২০০১ সালের ২২ ফ্রেব্রুয়ারি নিয়োগ পান অতিরিক্ত বিচারপতি হিসেবে। দুই বছর পর ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।  

পরবর্তীতে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

গত বছরের ১০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর থেকে পদটি শূন্য হয়ে যায়। এর আগে অক্টোবরে অসুস্থতাজনিত কারণে ছুটি নেন তিনি।  

ওই সময় থেকে বর্তমান পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮ 
ইএস/এমআইএইচ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।