ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পহেলা বৈশাখের আগেই রেজিস্ট্রাররা গাড়ি পাবেন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
পহেলা বৈশাখের আগেই রেজিস্ট্রাররা গাড়ি পাবেন  বক্তব্যে রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি- জিএম মুজিবুর

ঢাকা: আসছে পহেলা বৈশাখের আগেই সব জেলা রেজিস্ট্রারদের গাড়ি দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, নিবন্ধন অধিদফতরের কর্মকর্তাদের বিভিন্ন দাবি-ধাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগামী পহেলা বৈশাখের আগেই সব রেজিস্ট্রাররা গাড়ি পাবেন। 

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিবন্ধকদের উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, নিবন্ধন পরিদফতর কে এরই মধ্যে অধিদফতরে রূপান্তর করা হয়েছে।

এখন আপনাদেরও দায়িত্ব অনেক বেড়েছে।

‘দাবি কখনও শেষ হয় না। আপনাদের দাবি রেজিস্ট্রেশন বিভাগকে ক্যাডারভুক্ত করা। সিনিয়র সাব রেজিস্ট্রার ও মহানগর সাব রেজিস্ট্রারের পদ সৃস্টি করা। এগুলো ৩ থেকে ৬ মাসের মধ্যে করতে পারবো। ’

ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতি বাস্তবায়নের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, সারাদেশে জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার অফিসের ভবন নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে।

আনিসুল হক বলেন, আপনারা মাঠ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন। যা জনগণের সঙ্গে ঐকান্তিকভাবে জড়িত। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। সব সময় জনগণের পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চায়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি দ্বীপক কুমার সরকার। এ সময় অন্যদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, রেজিস্ট্রেশন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান, বিআরএসএ এর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।