ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
শ্রীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৬ শ্রীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৬

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে পাঁচজন প্রাইভেটকার যাত্রী ও একজন বাসযাত্রী।

তাদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এদের মধ্যে প্রাইভেটকার চালককে ঘণ্টাব্যাপী চেষ্টার পর গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার বাংলানিউজকে জানান, প্রাইভেটকার চালককে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বাকীদের উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।