ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তজুমদ্দিনে উন্নয়ন সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
তজুমদ্দিনে উন্নয়ন সমাবেশ তজুমদ্দিনে উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী দুর্গম চরজহিরউদ্দিনে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অনুষ্ঠিত হল উন্নয়ন সমাবেশ।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) দুপুরে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চরজহিরউদ্দিন নতুন বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুচ্ছগ্রাম প্রকল্প-২ এর জাতীয় প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো. মাহবুব-উল আলম।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে চরাঞ্চলের উন্নয়ন হয়। অবহেলিত চরে ভাগ্য বদল হয়, ইতোমধ্যে চরাঞ্চলের গৃহহীন মানুষের জন্য গুচ্ছগ্রাম তৈরি করে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী ছিন্নমূল মানুষের আবাসনের জন্য কাজ করে যাচ্ছেন। প্রতিটি পরিবারকে গৃহনির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন। মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চরজহিরুদ্দিনে দু’টি প্রজেক্ট দেওয়া হয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন- তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ নাসিম হাওলাদার, প্রকৌশলী রুবায়েত হোসেন দিপু প্রমুখ।

এর আগে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এবং গুচ্ছগ্রাম প্রকল্প-২ এর জাতীয় প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো. মাহবুব-উল আলম চরজহিরুদ্দিনের নিশ্চিন্তপুরের গুচ্ছগ্রামের ৯০টি ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও এমপি শাওন অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর জহিরুদ্দিনের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। কিন্তু বিএনপি জোট সরকারের আমলে চরাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের জমির ফসল ঘরে তুলতে পারেনি। লাদেন বাবুলের নেতৃত্বে চলেছে সন্ত্রাস।

এমপি শাওন আরো বলেন, এখন আর সেই দিন নেই। চরবাসীর ভাগ্য উন্নয়নে জলবায়ু প্রকল্পের আওতায় মাধ্যমে সোলার প্রকল্পের মাধ্যমে ৩০০ সোলার দিয়ে অসহায় মানুষদের ঘর আলোকিত করা হবে। এক মাসের মধ্যে তজুমদ্দিন উপজেলায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য ১০০টি নলকূপ বসানো হবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।