ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম 

ঢাকা: মিয়ানমারে মঞ্জুরুল করিম খান চৌধুরীকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ১৭তম বিসিএস (ফরেন অ্যাফায়ের্স) ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৮ সালের ফেব্রুয়ারি কূটনৈতিক জীবনে চাকরিতে প্রবেশ করেন।

বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।  

কূটনৈতিক ক্যারিয়ারে তিনি ইস্তাম্বুল, লন্ডন, রোম এবং বন্দর সেরি বেগাওয়ানের বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  

বাংলাদেশের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশে দ্বি-পক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন মঞ্জুরুল করিম।  


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক মঞ্জুরুল করিম খান চৌধুরী স্নাতকোত্তর করেছেন ভূ-রাজনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে, ইতালির রোমের ইউনিভার্সিটি লা সাপিয়েনসা থেকে।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।