ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
শ্রীমঙ্গলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ শ্রীমঙ্গলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইট ভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাদশা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সকিনা সিএনজি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার ভৈরবগঞ্জ এলাকার তোতা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সকিনা সিএনজি গ্যাস পাম্পের সামনে একটি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও আটজন আহত হন।

শ্রীমঙ্গল সাতগাঁ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ নান্টু মণ্ডল বাংলানিউজকে জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।