ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মোহনগঞ্জে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
মোহনগঞ্জে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দেওথান গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. আব্দুস সালাম ও তার সহযোগী মুনসুর আলম।

নেত্রকোনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নাজমুল হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওথান গ্রামে অভিযান চালানো হয়। এসময় ১৫০ পিস ইয়াবাসহ সালাম ও মনসুরকে আটক করা হয়।  

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।