ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ি বাড়ি পড়ানো শিক্ষক আব্দুর রহিম আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
বাড়ি বাড়ি পড়ানো শিক্ষক আব্দুর রহিম আর নেই

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাগজীপাড়ার বাসিন্দা আব্দুর রহিম মাস্টার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে মারা যান তিনি। সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন আব্দুর রহিম।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও আত্মীয় স্বজন রেখে গেছেন। সাতপাই মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আব্দুর রহিম শিক্ষানুরাগী মানুষ ছিলেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে বিনে পয়সায় ছাত্র-ছাত্রীদের পড়াতেন, এমনকি শিক্ষার্থীদের বই খাতাসহ বিভিন্ন উপকরণও কিনে দিতেন। রেলের চাকরি থেকে অবসরের পর তিনি স্থানীয় সাতপাই উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।