মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর সেক্টর কমান্ডার কর্নেল ইএম আজিজুল কাহারের হাত থেকে ফুল নিয়ে আলোর পথে আসেন তারা।
হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দৈখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত অপরাধ হ্রাসকল্পে আত্মসমর্পণ অনুষ্ঠানে দৈখাওয়া সীমান্তের ৩৬ মাদক বিক্রেতা ও চোরাচালানি শপথ বাক্য পাঠ করেন।
বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের আয়োজনে আত্মসমর্পণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান নায়েক নাজমুল হাসান।
গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম সাবু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি-বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুমন কান্ত, গোতামারী ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রমুখ।
আত্মসমর্পণকারীরা সবাই গোতামারী ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দা।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
টিএ