একুশের চেতনায় চিঠি নিয়ে এরকম হাজারো অনুভূতিকে স্মৃতির পাতা থেকে ফিরিয়ে আনতে দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানি গ্রীন ডেল্টা এক উদ্ভাবনী উদ্যোগ হাতে নিয়েছে।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয় গ্রীন ডেল্টার অফিসিয়াল ফেইসবুক এবং ইউটিউব পেজে।
বাস্তবেও এমন চিত্র দেখা যায় কয়েকটি জায়গায়। ডাক হরকরার এভাবে চিঠি পৌঁছে দেওয়া অবাক দৃষ্টিতে উপভোগ করেন অনেকেই।
খবর নিয়ে জানা যায়, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স একুশে ফেব্রুয়ারির চেতনায় চিঠির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বাংলায় হাতে লেখা চিঠি লিখতে সবাইকে উদ্বুদ্ধ করছে।
গ্রীন ডেল্টার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেই শেয়ার করছেন। এ উদ্যোগটি প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এনএইচটি