ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় আসামির কোপে ২ পুলিশ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আগৈলঝাড়ায় আসামির কোপে ২ পুলিশ সদস্য আহত

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বেলুহার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- আগৈলঝাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ ও পুলিশ কনস্টেবল সোহাগ।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল খায়ের বাংলানিউজকে জানান,  আহত এএসআই জাহিদ মাদক মামলার আসামি সুজন ভুঁইয়াকে গ্রেফতার করতে যান।  

গ্রেফতার করা হলে সুজন চিৎকার শুরু করে কৌশলে লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালায়।  এ সময় তারা পুলিশ সদস্যদের রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।  

ওসি বলেন, সুজনের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।