ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
গাজীপুরে এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৪

গাজীপুর: গাজীপুরে হাইওয়ে থানা ও ফাঁড়ির আওতাধীন এলাকায় বিভিন্ন মহাসড়কে ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ ১৩৪ জন নিহত এবং আহত হয়েছেন ৯৪ জন। ওইসব দুর্ঘটনায় মামলা হয়েছে ১৪৩টি।

হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

গাজীপুরে দু’টি হাইওয়ে থানা ও একটি হাইওয়ে পুলিশ ফাঁড়ি রয়েছে।

এদের মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় সালনা হাইওয়ে থানা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তা এলাকায় মাওনা হাইওয়ে থানা রয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় রয়েছে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ি। ২০১৭ সালে ওই দুই থানা ও একটি ফাঁড়ির আওতাধীন মহাসড়কে দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ ১৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৪ জন। এসব সড়ক দুর্ঘটনার মামলা হয়েছে ১৪৩টি।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল হাই বাংলানিউজকে জানান, ঢাকা-বাইপাস সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর ও শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় ৬২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮জন। সড়ক দুর্ঘটনার ৫৯টি
মামলা হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে ২০১৭ সালে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় ৩০জন নিহত এবং ৩৮জন আহত হয়েছেন। মামলা হয়েছে ৪৪টি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ২০১৭ সালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ ৪২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮জন। মামলা হয়েছে ৪০টি।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।