বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেসরকারি ওষুধ ফ্যাক্টরি একমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার হরগজ গ্রামের মৃত জাহাজ আলীর ছেলে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে ঢুলিভিটা থেকে ইসলামপুর যাচ্ছিলেন টুটুল। পথে ডুলিভিটা এলাকায় গাবতলী থেকে ছেড়ে আসা এস. বি. লিং পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ