বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ইয়ার মোহাম্মদ (৪০), আসিফ শেখ (৩০)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাংলামোটর এলাকা অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫৯০ পিস ইয়াবা, নগদ ১০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এসজেএ/এসআরএস