বাবা মহিনুর রহমান ও মা উম্মে সালমা রহমান তানিয়ার হাত ধরে এই প্রথম শহীদ বেদীতে এলো আমায়রা। মা-বাবার সঙ্গে রাজধানীর মিরপুরের টোলারবাগ থেকে এসে প্রভাতফেরিতে যোগ দিয়েছে সে।
হালকা গোলাপি রঙের পোশাকের ফুটফুটে আমায়রা শহীদ বেদীতে পা রাখতেই সবার নজর কাড়ে। কিন্তু ফুল হাতে তার নজর শহীদ মিনারের দিকে। বাবার কাছে যে মিনারের গল্প শুনে এতো ভোরে ঘুম থেকে জেগে এখানে চলে এসেছে সে।
বাবা মমিনুর বলছিলেন, ‘এই প্রথম আমায়রাকে শহীদ মিনারে নিয়ে এসেছি। তবে এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিয়ে গেছি তাকে। অামি চাই অামায়রা দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানুক, জানুক সে কতো রক্ত, কতো ত্যাগের বিনিময়ে এই ভাষা এই দেশ পেয়েছে। ’
মাহরিন রোযা (৩) নামে আরেক শিশুও এসেছে ফুল হাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। গোলাপ রাঙা গালে শহীদ মিনারের অাল্পনা, হাতে লাল সবুজের পতাকা ও লাল সবুজে পোশাকে শিশুটি যেন সবার মধ্যমনি।
মোহাম্মদপুরের বাসিন্দা বাবা মাহতাব অাজমল ও মা সানজিদা খুশির হাত ধরে শহীদ মিনারে ফুল দিতে যায় মাহরিন।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এমঅাইএস/এইচএ