বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় চকরিয়ার বদরখালির নাপিতখালিতে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি ও দু’টি খালি খোসা জব্দ করা হয়।
র্যাব কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর রুহুল আমিন বাংলানিউজকে বলেন, গত ১০ ফেব্রুয়ারি রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণি পড়ুয়া নয় বছর বয়সী ওই শিশুকে ধর্ষণ করেন আনু মিয়া। এ ঘটনার পরদিন তাকে প্রধান আসামি করে চকরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মরদেহটি ময়না-তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
টিটি/এইচএ/