বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌর এলাকার ডগোরমোড়া মহল্লায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে শ্রমিক কলোনির একটি ঘরে আগুন লাগে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভায়।
এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন কর্মকর্তা লিটন আহম্মেদ বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ