বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মতিউর ময়মনসিংহের পাগলা থানার পাতলাশী এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বাংলানিউজকে জানান, মতিউর ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বুধবার সরকারি ছুটি থাকায় ঢাকা থেকে মোটরসাইকেল করে নিজ বাড়ি ময়মনসিংহে যাচ্ছিলেন তিনি। পথে মাওনা চৌরাস্তায় মোহা সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পড়ে যান তিনি।
এ সময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আরএস/এসআরএস