ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপ‌জেলার মাওনা চৌরাস্তা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মতিউর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ ফেব্রুয়া‌রি) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মতিউর ময়মনসিংহের পাগলা থানার পাতলাশী এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বাংলানিউজকে জানান, মতিউর ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বুধবার সরকারি ছুটি থাকায় ঢাকা থেকে মোটরসাইকেল করে নিজ বাড়ি ময়মনসিংহে যাচ্ছিলেন তিনি। পথে মাওনা চৌরাস্তায় মোহা সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়‌কে পড়ে যান তিনি।  

এ সময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তি‌নি মারা যান। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে বলে জানান এসআই।

বাংলা‌দেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২১, ২০১৮
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।