ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাতি করতে না পেরে গৃহকর্তাকে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
ডাকাতি করতে না পেরে গৃহকর্তাকে গুলি

মেহেরপুর: ডাকাতি করতে না পেরে গৃহকর্তাকে গুলি করে পালিয়ে গেছে ডাকাত দল। গুলিবিদ্ধ গৃহকর্তা সজল হোসেন (৩০) এখন গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মেহেরপুর শহরের পশুহাটা পাড়ায় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় গুলিবিদ্ধের এ ঘটনা ঘটে। আহত সজল  পেশায় একজন শ্রমিক।

সজল হোসেনের ভাই রাজন বাংলানিউজকে জানান, ৬/৭ জনের সশস্ত্র ডাকাতদল বাড়ির ভেতরে ঢুকে দরজা খুলতে বলে। সজল বিষয়টি বুঝতে পেরে সাড়া না দিলে গুলি করে হত্যার হুমকি দেয়। এসময় সজল হোসেন চিৎকার দিলে ডাকাতদল জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সজলের পেটে বিদ্ধ হয়। পরে এলাকার লোকজন হৈ চৈ শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়।

এদিকে, এ ঘটনার ঘণ্টাখানেক আগে একই এলাকার সুইপার কলোনিতে ডাকাত দল হানা দিয়ে রতন নামে এক সুইপারের বাড়িতে হানা দিয়ে নগদ ৪০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

আহত সজল হোসেনকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।