বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন- ড. শহিদুল্লাহ কলেজের একদশ শ্রেণির প্রথমবর্ষের ছাত্র শাহরুখ মোল্লা (১৮) ও তার বন্ধু ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী এনায়েত উল্লাহ (১৯)। বর্তমানে তারা বংশাল নবাব কাটারা এলাকায় থাকেন বলে জানা গেছে।
এনায়েতের ভাই এনাম উল্লাহ বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বের হয় দুই বন্ধু। বেপরোয়া গতিতে নিমতলী দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, আহত দুই ছাত্র ঢামেকে চিকিসাধীন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এজেডএস/এসআরএস