ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
সিলেটে ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে একরাম হোসেন (২৫) নামে এক ব্যবসায়ী দু’দিন ধরে নিখোঁজ হয়েছেন।

একরাম উপজেলার দরবস্ত গ্রামের ফখর উদ্দীনের ছেলে ও দরবস্তবাজারের ‘ড্রেস কিং’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।

নিখোঁজের একদিন পর বুধবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনায় জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একরামের বড় ভাই নাছির উদ্দিন।

জিডি নম্বর- ৮৬০।

নাছির উদ্দিন জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি থেকে দরবস্তবাজার ব্যবসা প্রতিষ্ঠানে উদ্দেশে বের হয়ে একরাম নিখোঁজ হন । নিখোঁজের একদিন পার হয়ে গেলেও তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তাই এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও একরামকে না পাওয়ায় তার বড় ভাই নাছির উদ্দিন থানায় একটি জিডি করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।