ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় নিহত যুবক ইউপিডিএফ সদস্য সাইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
দীঘিনালায় নিহত যুবক ইউপিডিএফ সদস্য সাইন নিহত সাইন/ ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাইন চাকমা ওরফে সুপার (২৭)। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ১নং যৌথ রাবার বাগান এলাকায় ইউপিডিএফের বিবাদমান দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ে নিহত হন।  
 
এদিকে, এ ঘটনায় এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দীঘিনালা উপজেলা সংগঠক কালো প্রিয় চাকমা।

 

তিনি দাবি করেন, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এরা হলেন- ইউপিডিএফ সদস্য অনিল ত্রিপুরা (৪০), মিলন ত্রিপুরা (২৮) ও রুবেল চাকমা (২৬)।
 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দাখিল করেনি বলেও জানান তিনি।

** দীঘিনালায় দুই পক্ষের গুলি ‍বিনিময়ে নিহত ১
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।